হোম > সারা দেশ > ঢাকা

ডিবির বিরুদ্ধে দোকানমালিককে তুলে নেওয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর ধসে পড়া একটি দোকানের মালিককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর নাম আব্দুল মোতালেব মিন্টু। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম বাংলাদেশ স্যানিটারি।

 
মিন্টুর বোনজামাই আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে তাঁকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। দোকান কর্মচারীদের খুঁজতে মিন্টু ঢাকা মেডিকেলে গিয়েছিলেন। তাঁর ম্যানেজার স্বপনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। দুজন কর্মচারী হাসপাতাল ভর্তি। তাঁর দোকান পুরোটা ধসে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একটি সূত্র জানিয়েছে, ডিবির লালবাগ বিভাগের একটি টিম তাঁকে তুলে নিয়েছে। বর্তমানে মিন্টু রোডের ডিবি কার্যালয় রয়েছেন তিনি। বেসমেন্টে তাঁর দোকানের নিচেই বিস্ফোরণ হয়েছে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিন্টুর শ্বশুর আকতার হোসেন বলেন, ‘গতকাল রাতে কথা আছে বলে ডিবি মিন্টুকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁকে ডিবি মিন্টো রোডের কার্যালয় নিয়ে যায় বলে শুনছি। তবে ডিবি আমাদের সঙ্গে আর যোগাযোগ করেনি।’

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, ‘কাউকে আটকের বিষয়ে আমার জানা নেই।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন