হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ডেমরা থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাঁকে জামিন দেন।

নোবেলের আইনজীবী মো. খলিলুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উভয় পক্ষের মধ্যে আপস হওয়ায় এবং শরিয়ত মতে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আদালত জামিন দিয়েছেন।

গত রোববার নোবেলের পক্ষে জামিন আবেদন করা হয়। ওই দিন আদালত এ মামলার বাদী ইডেন কলেজের ছাত্রী ও নোবেলের উপস্থিতিতে শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন। আজ শুনানির সময় নোবেলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে বাদী আদালতে উপস্থিত হন।

শুনানির সময় বাদী আদালতকে জানান জামিনে তাঁর আপত্তি নেই। আসামি পক্ষ থেকে বলা হয় ইতিমধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে তবে রেজিস্ট্রি হয়নি। জামিন পাওয়ার পর বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। পরে আদালত নোবেলকে জামিন দেন।

২০ মে নোবেলকে আদালতে হাজির করার পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। ১৯ মে দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে আটক করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ইডেন কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী ১৯ মে ডেমরা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, তরুণীর বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। গত নভেম্বরে নোবেল ওই তরুণীকে তুলে নিয়ে যান। গত ৭ মাস ধরে ওই তরুণীকে বিয়ে না করে ধর্ষণ করেন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই তরুণীর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সহায়তা চায়। পরে ১৯ মে পুলিশ তরুণীকে উদ্ধার করে। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়।

নোবেলকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখার পর জামিনের আবেদন করা হলেও আদালত তাঁকে জামিন দেননি। পরে গত সপ্তাহে জামিন আবেদনের ওপর শুনানির সময় নোবেলের আইনজীবী জানান, নোবেল বাদীকে বিয়ে করতে রাজি। এরপর আদালত কারাগারে বিয়ে সম্পন্ন করার নির্দেশ দেন। পরে সেখানে বিয়ে অনুষ্ঠিত হয়।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ