হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ডেমরা থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাঁকে জামিন দেন।

নোবেলের আইনজীবী মো. খলিলুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উভয় পক্ষের মধ্যে আপস হওয়ায় এবং শরিয়ত মতে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আদালত জামিন দিয়েছেন।

গত রোববার নোবেলের পক্ষে জামিন আবেদন করা হয়। ওই দিন আদালত এ মামলার বাদী ইডেন কলেজের ছাত্রী ও নোবেলের উপস্থিতিতে শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন। আজ শুনানির সময় নোবেলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে বাদী আদালতে উপস্থিত হন।

শুনানির সময় বাদী আদালতকে জানান জামিনে তাঁর আপত্তি নেই। আসামি পক্ষ থেকে বলা হয় ইতিমধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে তবে রেজিস্ট্রি হয়নি। জামিন পাওয়ার পর বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। পরে আদালত নোবেলকে জামিন দেন।

২০ মে নোবেলকে আদালতে হাজির করার পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। ১৯ মে দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে আটক করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ইডেন কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী ১৯ মে ডেমরা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, তরুণীর বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। গত নভেম্বরে নোবেল ওই তরুণীকে তুলে নিয়ে যান। গত ৭ মাস ধরে ওই তরুণীকে বিয়ে না করে ধর্ষণ করেন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই তরুণীর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সহায়তা চায়। পরে ১৯ মে পুলিশ তরুণীকে উদ্ধার করে। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়।

নোবেলকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখার পর জামিনের আবেদন করা হলেও আদালত তাঁকে জামিন দেননি। পরে গত সপ্তাহে জামিন আবেদনের ওপর শুনানির সময় নোবেলের আইনজীবী জানান, নোবেল বাদীকে বিয়ে করতে রাজি। এরপর আদালত কারাগারে বিয়ে সম্পন্ন করার নির্দেশ দেন। পরে সেখানে বিয়ে অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান