হোম > সারা দেশ > ঢাকা

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

জবি প্রতিনিধি 

সোমবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্তে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার শিক্ষার্থীদের আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস মুখরিত করেন।

মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য এ সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন।

উপাচার্য রেজাউল করিম বলেন, ‘আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে আমাদের শিক্ষার্থীরা। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের যে বন্ধন তা অকল্পনীয়।’ শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার পাশাপাশি একাডেমিক উন্নয়নে অধিকতর মনোযোগ দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সেন্টার ফর এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে আমাদের সবারই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং অন্য শিক্ষকেরা। তাঁরা শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁদের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ