গাজীপুরের কালীগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাঁচ মামলায় তাঁদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, আজ সকালে কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় মূল্যতালিকার চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছিলেন কয়েকজন ব্যবসায়ী। এই অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কাজের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।