হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালের সোনা চুরির মামলা ডিবি থেকে পিবিআইতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে সোনা চুরির মামলাটি এবার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর এক অফিস আদেশে এ নির্দেশ দিয়েছে। আজ বৃহস্পতিবার পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সোনা চুরির মামলাটি সর্বশেষ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) উত্তরা বিভাগ তদন্ত করছিল। পুলিশ সদর দপ্তরের আদেশে বলা হয়েছে, বিমানবন্দর থানার মামলা নম্বর ৬, ধারা-৩৮০ পেনাল কোডের তদন্তভার নির্দেশক্রমে পিবিআইতে ন্যস্ত করা হলো। আদেশে মামলার নথি পিবিআইয়ের মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হলো। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে ৫৫ কেজি ৫১ গ্রাম সোনার সোনা চুরির ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ডিএমপির বিমানবন্দর থানায় মামলা করে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন। থানা-পুলিশ তদন্তকালে গত ৫ সেপ্টেম্বর মামলাটি ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়।

এ মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁরা হলেন, ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম (৩২), মো. সাইদুল ইসলাম সাহেদ (৩৩), আকরাম শেখ (৩৬), মো. মাসুম রানা (৩৩) এবং সিপাহি মো. মোজাম্মেল হক (৩৫), নিয়ামত হাওলাদার (২৭), মো. রেজাউল করিম (৩৬), মো. আফজাল হোসেন (২৯)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমসের ওই গুদাম থেকেই ৯৪ ভরি সোনা উদ্ধার করে ডিবি।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি