হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালের সোনা চুরির মামলা ডিবি থেকে পিবিআইতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে সোনা চুরির মামলাটি এবার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর এক অফিস আদেশে এ নির্দেশ দিয়েছে। আজ বৃহস্পতিবার পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সোনা চুরির মামলাটি সর্বশেষ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) উত্তরা বিভাগ তদন্ত করছিল। পুলিশ সদর দপ্তরের আদেশে বলা হয়েছে, বিমানবন্দর থানার মামলা নম্বর ৬, ধারা-৩৮০ পেনাল কোডের তদন্তভার নির্দেশক্রমে পিবিআইতে ন্যস্ত করা হলো। আদেশে মামলার নথি পিবিআইয়ের মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হলো। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে ৫৫ কেজি ৫১ গ্রাম সোনার সোনা চুরির ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ডিএমপির বিমানবন্দর থানায় মামলা করে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন। থানা-পুলিশ তদন্তকালে গত ৫ সেপ্টেম্বর মামলাটি ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়।

এ মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁরা হলেন, ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম (৩২), মো. সাইদুল ইসলাম সাহেদ (৩৩), আকরাম শেখ (৩৬), মো. মাসুম রানা (৩৩) এবং সিপাহি মো. মোজাম্মেল হক (৩৫), নিয়ামত হাওলাদার (২৭), মো. রেজাউল করিম (৩৬), মো. আফজাল হোসেন (২৯)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমসের ওই গুদাম থেকেই ৯৪ ভরি সোনা উদ্ধার করে ডিবি।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক