হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর। ছবি: সংগৃহীত

গাজীপুরে কলোনির ৫৭টি ঘর আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কোনাবাড়ীর আমবাগ এলাকায় একসঙ্গে একাধিক মালিকানাধীন ৭০-৮০টি ঘর ছিল। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করত।

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর। ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদ মামুন আরও বলেন, এ সময় দুটি কলোনির ৫৭টি ঘরের মালামাল পুড়ে যায়। এ ছাড়া আগুনের হাত থেকে আরও কয়েক শ বসতঘর রক্ষা পেয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন