হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর। ছবি: সংগৃহীত

গাজীপুরে কলোনির ৫৭টি ঘর আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কোনাবাড়ীর আমবাগ এলাকায় একসঙ্গে একাধিক মালিকানাধীন ৭০-৮০টি ঘর ছিল। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করত।

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর। ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদ মামুন আরও বলেন, এ সময় দুটি কলোনির ৫৭টি ঘরের মালামাল পুড়ে যায়। এ ছাড়া আগুনের হাত থেকে আরও কয়েক শ বসতঘর রক্ষা পেয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা