হোম > সারা দেশ > ঢাকা

হঠাৎ অসুস্থ আশুলিয়ার একটি পোশাক কারখানার অর্ধশত শ্রমিক 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার আশুলিয়ার একটি কারখানায় বেশ কিছু শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে । গতকাল বুধবার সন্ধ্যার পরে জামগড়া এলাকার ডেবোনিয়ার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় অর্ধশত শ্রমিককে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রমিক, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকেই ডেবোনিয়ার গার্মেন্টসের শ্রমিকেরা কাজ করছিলেন। বিকেল পাঁচটার দিকে শ্রমিকরা কাজ বন্ধ করে বসে ছিলেন। এর কিছু সময় পর কারখানাটির চার ও পাঁচতলার শ্রমিকেরা অসুস্থ বোধ করতে থাকেন। তাঁদের শ্বাসকষ্টের পাশাপাশি মাথা ঘোরা ও বমি বমি ভাব হচ্ছিল। চিকিৎসার জন্য অসুস্থ শ্রমিকদের রাত ৭টার দিকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

নারী ও শিশু হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতালেও আরও কিছু শ্রমিককে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন শ্রমিকেরা। 

কারখানাটির কয়েকজন শ্রমিক আজকের পত্রিকাকে জানান, কারখানার চতুর্থ ও পঞ্চম তলা থেকে গ্যাসের মতো বের হয়। ওই গ্যাসের প্রভাবে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের শ্বাসকষ্ট হওয়ার পাশাপাশি মাথা ঘোরাচ্ছিল। অনেকের বমির ভাব হয়েছে। এরপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডেবোনিয়ার গার্মেন্টস আজ বন্ধ থাকায় কারখানাটির কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা সম্ভব হয়নি। 
 
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, সন্ধ্যার পরে ডেবোনিয়ার গার্মেন্টসের অর্ধশত শ্রমিক তাঁদের হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। তাঁরা শ্বাসকষ্ট হওয়ার পাশাপাশি মাথা ঘোরা ও বমি বমি ভাব হচ্ছিল বলে জানিয়েছেন। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। 

জানতে চাইলে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকদের অসুস্থ হওয়ার কথা শুনেছি। কিন্তু শুধু চতুর্থ ও পঞ্চম তলার শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লেন আর অন্য সব তলার শ্রমিকরা সুস্থ থাকলেন, বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়।’

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট