হোম > সারা দেশ > ঢাকা

মশা তাড়াতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল-সন্ধ্যা ধূপের ধোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি ডেঙ্গু মশার উপদ্রবসহ শীত মৌসুমে কিউলেক্স মশার সমস্যা নিরসনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন বিমানবন্দরের বিভিন্ন স্থানে সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এবং ডিএনসিসির পরামর্শ মোতাবেক ওষুধ ব্যবহার করে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি মশা তাড়াতে সকাল-সন্ধ্যা দুইবেলা ধূপ জ্বালিয়ে ধোঁয়াও দেওয়া হচ্ছে।

আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এর সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা মোতাবেক বিমানবন্দর কর্তৃপক্ষ মশক নিয়ন্ত্রণে কাজ করে চলেছে। এর মধ্যে লার্ভা নিয়ন্ত্রণে লার্ভিসাইড স্প্রে, এডাল্টিসাইডিং নিয়ন্ত্রণে ফগিং কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া বিমানবন্দরের সকল প্রবেশ ও বহির্গমন গেটের দুই পাশে সকাল এবং সন্ধ্যায় ধূপ ধোঁয়া দেওয়া হচ্ছে। বায়োকন্ট্রোল মাধ্যমে মশা নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দরে এয়ার ও ল্যান্ড সাইডের বিভিন্ন খাল ও পুকুরে গাপ্পি মাছ অবমুক্ত করা হয়েছে। বিমানবন্দরে মশা নিরোধক ফুলের গাছ যেমন-গাঁদা, লেমন গ্রাস ও তুলসি গাছ রোপণ করা হয়েছে। 

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মশক নিয়ন্ত্রণে আগের চেয়ে আমরা তৎপরতা বাড়িয়েছি। এর সুফলও পেয়েছি। তবে আশপাশের ১ থেকে ২ কিলোমিটার দূর থেকেও মশা উড়ে আসতে পারে, তাই বিমানবন্দর সংলগ্ন ১,৬ ও ১৭ নম্বর ওয়ার্ড মশকমুক্ত রাখার ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়েছি।’

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ