হোম > সারা দেশ > ঢাকা

মশা তাড়াতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল-সন্ধ্যা ধূপের ধোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি ডেঙ্গু মশার উপদ্রবসহ শীত মৌসুমে কিউলেক্স মশার সমস্যা নিরসনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন বিমানবন্দরের বিভিন্ন স্থানে সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এবং ডিএনসিসির পরামর্শ মোতাবেক ওষুধ ব্যবহার করে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি মশা তাড়াতে সকাল-সন্ধ্যা দুইবেলা ধূপ জ্বালিয়ে ধোঁয়াও দেওয়া হচ্ছে।

আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এর সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা মোতাবেক বিমানবন্দর কর্তৃপক্ষ মশক নিয়ন্ত্রণে কাজ করে চলেছে। এর মধ্যে লার্ভা নিয়ন্ত্রণে লার্ভিসাইড স্প্রে, এডাল্টিসাইডিং নিয়ন্ত্রণে ফগিং কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া বিমানবন্দরের সকল প্রবেশ ও বহির্গমন গেটের দুই পাশে সকাল এবং সন্ধ্যায় ধূপ ধোঁয়া দেওয়া হচ্ছে। বায়োকন্ট্রোল মাধ্যমে মশা নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দরে এয়ার ও ল্যান্ড সাইডের বিভিন্ন খাল ও পুকুরে গাপ্পি মাছ অবমুক্ত করা হয়েছে। বিমানবন্দরে মশা নিরোধক ফুলের গাছ যেমন-গাঁদা, লেমন গ্রাস ও তুলসি গাছ রোপণ করা হয়েছে। 

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মশক নিয়ন্ত্রণে আগের চেয়ে আমরা তৎপরতা বাড়িয়েছি। এর সুফলও পেয়েছি। তবে আশপাশের ১ থেকে ২ কিলোমিটার দূর থেকেও মশা উড়ে আসতে পারে, তাই বিমানবন্দর সংলগ্ন ১,৬ ও ১৭ নম্বর ওয়ার্ড মশকমুক্ত রাখার ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়েছি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু