হোম > সারা দেশ > ঢাকা

সেন্টমার্টিন পরিবহনের বাসচালক ও সহকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে এক পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী পরিচালক আ ন ম ইমরান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আ ন ম ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ব্যাপারে বিস্তারিত শিগগিরই জানানো হবে।’ 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘চালক আর হেলপারকে র‍্যাব গ্রেপ্তার করেছে। কিন্তু এখনো থানায় তাঁদের হস্তান্তর করা হয়নি। তাঁদের হস্তান্তর করা হলে আরও বিস্তারিত জানা যাবে।’ 

গতকাল শুক্রবার সকালে মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি সাহেদা বেগমকে দেখতে ঢাকায় আসেন তাঁর স্বামী আব্দুর রহমান (৬৫), মেয়ে শারমিন আক্তার (৩৫), জামাতা রিয়াজুল (৪৫) ও নাতনি বৃষ্টি আক্তার। বরিশালের উজিরপুর থেকে লঞ্চে করে সদরঘাটে আসেন তাঁরা। সদরঘাট থেকে সাহেদা বেগমের বড় ছেলে তানভীরের মাতুয়াইলের বাসায় সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন তাঁরা। যাওয়ার পথে যাত্রাবাড়ীতে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস তাঁদের বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই মারা যান। ছয় বছরের শিশু বৃষ্টি গুরুতর জখম হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন