হোম > সারা দেশ > ঢাকা

সেন্টমার্টিন পরিবহনের বাসচালক ও সহকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে এক পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী পরিচালক আ ন ম ইমরান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আ ন ম ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ব্যাপারে বিস্তারিত শিগগিরই জানানো হবে।’ 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘চালক আর হেলপারকে র‍্যাব গ্রেপ্তার করেছে। কিন্তু এখনো থানায় তাঁদের হস্তান্তর করা হয়নি। তাঁদের হস্তান্তর করা হলে আরও বিস্তারিত জানা যাবে।’ 

গতকাল শুক্রবার সকালে মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি সাহেদা বেগমকে দেখতে ঢাকায় আসেন তাঁর স্বামী আব্দুর রহমান (৬৫), মেয়ে শারমিন আক্তার (৩৫), জামাতা রিয়াজুল (৪৫) ও নাতনি বৃষ্টি আক্তার। বরিশালের উজিরপুর থেকে লঞ্চে করে সদরঘাটে আসেন তাঁরা। সদরঘাট থেকে সাহেদা বেগমের বড় ছেলে তানভীরের মাতুয়াইলের বাসায় সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন তাঁরা। যাওয়ার পথে যাত্রাবাড়ীতে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস তাঁদের বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই মারা যান। ছয় বছরের শিশু বৃষ্টি গুরুতর জখম হয়েছে।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে