হোম > সারা দেশ > ঢাকা

জাপান বঙ্গবন্ধুর কাছে ছিল অনুপ্রেরণাময় রাষ্ট্র: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর কাছে জাপান একটি অনুপ্রেরণাময় রাষ্ট্র ছিল। জাপান এমন একটি দেশ,  যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসকে সামলে উন্নত দেশ হয়ে উঠেছিল। তিনি জাপানের মতোই বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে চেয়েছিলেন। কিন্তু তিনি সময় অনেক কম পেয়েছিলেন।’ আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত একটি চিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের স্বাধীনতা ও জাপান-বাংলাদেশ সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান ভ্রমণের অপ্রকাশিত ৫০টি ছবি প্রদর্শন করা হবে প্রদর্শনীতে। এই প্রদর্শনী চলবে ১০-২৬ মার্চ পর্যন্ত।

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছর ও জাপান বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর এবং মুজিব শতবর্ষ উদ্‌যাপনের শেষ মাসে এমন একটি আয়োজন গুরুত্বপূর্ণ ছিল। জাপান ও আমাদের অন্যান্য ক্ষেত্রগুলোর সহযোগিতায় বাংলাদেশ আজ একটি অনুন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৩১ সালের মধ্যে আমরা একটি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে ২০৪১ সাল নাগাদ একটি উন্নত দেশে পরিণত হতে পারব।

এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাপান বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। 

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘আশা করি এই প্রদর্শনী জাপান বাংলাদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে। এই মাসটি বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। আমি আশা করব সবাই তাদের পরিবারকে নিয়ে এই প্রদর্শনীতে আসবেন।’ জাপান-বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক আজীবন বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, বাংলাদেশ-জাপানের মধ্যকার সম্পর্ক অনেক আগে থেকেই প্রতিফলিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ জাপানের মানুষের সহযোগিতা পেয়েছে, যার জন্য আমরা জাপানের কাছে কৃতজ্ঞ।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ