হোম > সারা দেশ > টাঙ্গাইল

এইচএসসি পরীক্ষা-২০২৫: সখীপুরে একসঙ্গে পরীক্ষা দিচ্ছে ৩ বোন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

এইচএসসি পরীক্ষার্থী তিন বোন। সংগৃহীত ছবি

টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে এবার একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন আপন তিন বোন। তিন বোনই উপজেলার সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় তাঁদের অংশ নেওয়ার বিষয়টি সবার নজর কেড়েছে। এই তিন বোন হলেন সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) ও ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৭)।

কলেজের শিক্ষক ও তিন বোনের পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসী শফিকুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে ব্যবসা করতেন। সেখানেই তিন মেয়ে সুমাইয়া, সাদিয়া ও রাদিয়ার জন্ম হয়। ২০১০ সালে সৌদি আরব থেকে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে পরিবারসহ দেশে ফিরে আসেন শফিকুল। এরপর সুমাইয়া, সাদিয়া ও রাদিয়াকে দেশের একটি স্কুলে ভর্তি করানো হয়। এরপর থেকেই তাঁরা একসঙ্গে পড়ালেখা করছেন।

তিন বোনের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘আমার তিন মেয়ে প্রথম শ্রেণি থে‌কেই একস‌ঙ্গে পড়া‌শোনা কর‌ছে। বিগত সব পরীক্ষায় তারা ভালো করেছে। এবারও স‌ন্তোষজনক ফল করতে পারবে বলে তাদের প্রতি আমার ভরসা রয়েছে।’

সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ আজকের পত্রিকা'কে বলেন, ‘সখীপুরে এর আগে আমরা যমজ বোনদের সাফল্য দেখেছি। এবার তিন বোন একসঙ্গে পরীক্ষা দিচ্ছে, আমার জানামতে তিনজনই বেশ মেধাবী। আশা করছি ভালো ফল করে আমাদের কলেজের সুনাম বয়ে আনবে।’

আরও খবর পড়ুন:

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব