হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ইজিবাইকের ধাক্কায় ইউপি সদস্য নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল কাশেম ফকির (৫৫) কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি মাগুর খণ্ড এলাকার ইয়াছিন ফকিরের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে কাজ সেরে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরতে একটি ভ্যানে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে তোফাজ্জেল ফকির বলেন, ‘ইউনিয়ন পরিষদে কাজ শেষে আব্বা বাড়ি ফেরার জন্য ভ্যানে উঠতে গেলে একটি ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে মাথায় আঘাত পায়। পরে হাসপাতালে আনার পর বাবার মৃত্যু হয়।’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ‘খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে