হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে কুকুর ও বিড়ালের কামড়ে আহত ৯

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলায় কুকুর ও বিড়ালের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ ৯ জন আহত হয়েছেন। আজ সোমবার (২ ডিসেম্বর) পাংশা পৌরসভাসহ বাহাদুরপুর, মৌরাট, সরিষা ও বাবুপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে উল্লেকিত এলাকায় বাড়ির বাইরে নিজ কাজে বেরিয়েছিলেন তাঁরা। এ সময় হঠাৎ করে একাধিক কুকুর ও বিড়াল এসে তাদের ওপর আতক্রমণ করে।

কুকুরের কামড়ে আহতারা হলেন—সুজানগর গ্রামে মো. কাশেম আলী (৫৩), রুপিয়াট গ্রামের সুজন (১১), বেচপাড়া গ্রামের মারিয়া (৪), সরিষা গ্রামের ফাহমিদা (১২), চরমুদিপুর গ্রামের জান্নাত (১০), নারায়ণপুর গ্রাম স্বাধীন (২৩)।

বিড়ালের কামড়ে আহতরা হলেন—গোপীনাথপুর গ্রামের ওমর ওসমান (২৭), দর্গাতলা গ্রামের তাইবা নাজনীন (৩), হাঠবনগ্রামের ইমরুল হাসান (২৪)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুতুব আহমেদ জানান, আহত সবাইকে চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি বলেন, এই সময়ে কুকুর ও বিড়াল কামড়ানোর প্রবণতা বাড়ে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. আবু দারদা বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। স্বল্প দিন হয়েছে এখানে যোগদান করেছি। বিগত দিনে কীভাবে কুকুর নিধন করা হয়েছ, তা বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ