হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির সালাউদ্দিনকে ডিবি গ্রেপ্তার করেছে: হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। 

ঢাকা মহানগর ডিবির প্রধান বলেন, ‘কয়েক দিন আগে বিএনপির ডাকা অবৈধ সমাবেশ এবং যাত্রাবাড়ী এলাকার রাস্তা বন্ধ করে তাঁরা যে বিনা অনুমতিতে সমাবেশ করেছিল সেখানে পুলিশ বাধা দেওয়ার কারণে সেখানকার ছাত্রদল, যুবদল, বিএনপির নেতারা অনেক পুলিশের ওপর হামলা করেছে, রক্তাক্ত করেছে, ঢিল ছুড়েছে এবং তিনটি বাসে আগুন লাগিয়েছে। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা রুজু হয়েছে। সেই মামলার দুটি মামলায় ১ নম্বর আসামি সালাউদ্দিন। বাকি দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। সেই কারণে ডিবি ওয়ারী বিভাগ তাঁকে গ্রেপ্তার করেছে। আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যা নেওয়া দরকার তা নিয়েছি।’ 

এর আগে সালাউদ্দিনের ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘আজ বেলা দেড়টায় আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী (হানিফ উড়ালসড়ক সড়ক) থেকে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই