হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির সালাউদ্দিনকে ডিবি গ্রেপ্তার করেছে: হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। 

ঢাকা মহানগর ডিবির প্রধান বলেন, ‘কয়েক দিন আগে বিএনপির ডাকা অবৈধ সমাবেশ এবং যাত্রাবাড়ী এলাকার রাস্তা বন্ধ করে তাঁরা যে বিনা অনুমতিতে সমাবেশ করেছিল সেখানে পুলিশ বাধা দেওয়ার কারণে সেখানকার ছাত্রদল, যুবদল, বিএনপির নেতারা অনেক পুলিশের ওপর হামলা করেছে, রক্তাক্ত করেছে, ঢিল ছুড়েছে এবং তিনটি বাসে আগুন লাগিয়েছে। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা রুজু হয়েছে। সেই মামলার দুটি মামলায় ১ নম্বর আসামি সালাউদ্দিন। বাকি দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। সেই কারণে ডিবি ওয়ারী বিভাগ তাঁকে গ্রেপ্তার করেছে। আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যা নেওয়া দরকার তা নিয়েছি।’ 

এর আগে সালাউদ্দিনের ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘আজ বেলা দেড়টায় আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী (হানিফ উড়ালসড়ক সড়ক) থেকে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।’

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন