হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে গ্যাস-সংকট নিরসন দাবিতে গ্রাহকদের মানববন্ধন

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

গ্যাস সংকট নিরসনের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস-সংকট নিরসন দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ভুক্তভোগী বাসিন্দারা বলেন, ১৫ বছর ধরে তাঁরা এই এলাকায় গ্যাস–সংকটে ভুগছেন। গ্যাস সরবরাহ না থাকায় বাসাবাড়িতে চুলা জ্বলছে না, যার ফলে সকালের নাস্তাসহ দিনের খাবার ঠিকমতো হচ্ছে না। শুকনো খাবার ও হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এতে শিক্ষার্থীসহ শিশু ও রোগীদের চরম কষ্ট হচ্ছে।

তাঁরা বলেন, ঝুঁকি নিয়ে বাসাবাড়ির ছাদে, বারান্দায়, কক্ষের ভেতর লাকড়ির চুলায়, আবার কাউকে সিলিন্ডার গ্যাসে রান্না করতে হচ্ছে। তা ছাড়া এ এলাকার গ্যাস পাইপলাইন দীর্ঘ ২৫-৩০ বছরের পুরোনো। পাইপ লিকেজ থাকায় স্যুয়ারেজের পানি গ্যাস পাইপে প্রবেশ করে। এতে গ্যাস সরবরাহ হতে পারে না।

যাত্রাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাদল সরদার বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাইনি। বাসায় রান্না করতে সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে। অন্যদিকে গ্যাস ব্যবহার না করেও প্রতি মাসে তিতাসকে বিল পরিশোধ করতে হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

গ্যাস–সংকট নিরসনের দাবিতে আজ জুমার নামাজের পর যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধনে বক্তব্য দেন জালাল উদ্দিন, শেখ মিজানুর রহমান, সাঈদ আহমেদ, নজরুল ইসলাম, মামুনুর রশিদ দিপু, সিরাজ উদ্দিন, রোকনুজ্জামান বাবু, এম এ আমিন লিটন, রুহুল আমিন প্রমুখ।

আগামী মঙ্গলবারের মধ্যে গ্যাস-সংকটের সমাধান না হলে বুধবার (৭ মে) রায়েরবাগ তিতাস গ্যাস অফিস ঘেরাও করার কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ধলপুর, গোলাপবাগ, সায়েদাবাদ, স্টাফ কোয়ার্টার, কাজলা, লিচুবাগান, কাজী দরগা, কাজীপাড়া এলাকার কয়েক শ বাসিন্দা।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক