হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

অধ্যক্ষ খলিলুর রহমান ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম (বাম থেকে)। ছবি সংগৃহীত।

টাঙ্গাইলের সখীপুরে পিএম পাইলট গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান তালুকদার ও গোহাইলবাড়ী আ. গনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলা সড়কের সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় এ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তাঁদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সখীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গত ২৬ আগস্ট রাতে পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন। এতে টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়সহ ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বুধবার রাতে গ্রেপ্তার হওয়া অধ্যক্ষ খলিলুর রহমান ৭৫ নম্বর ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ৮০ নম্বর আসামি।

গ্রেপ্তার অধ্যক্ষ খলিলুর রহমানের ছেলে নাফিউল রাজিম রক্তিম বলেন, ‘আমি নিজেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলাম। বাবা এতে কখনো বাধা দেননি বরং সাহস জুগিয়েছেন। সেই আমার বাবাকেই আজ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে রাতেই সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে