স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের নিচতলায় নির্মিত এ গ্যালারি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। উপস্থিত ছিলেন এসবি প্রধান অতিরিক্ত আইজি মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বঙ্গবন্ধু গ্যালারির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।