হোম > সারা দেশ > ঢাকা

আন্দোলনকারী সন্দেহে জবির ২ শিক্ষার্থীকে আটকের অভিযোগ

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে থেকে আন্দোলনকারী সন্দেহে ২ শিক্ষার্থীকে আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীদের আটকের এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি কমপ্লিট শাটডাউন থাকায় ক্যাম্পাসের সামনে আগে থেকেই পুলিশের কড়া অবস্থান ছিল। সকাল থেকেই মানুষজন জড়ো হলে সরিয়ে দিচ্ছিল পুলিশ। পরে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে জবির প্রধান ফটকের সামনে থেকে দুজন শিক্ষার্থীকে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারে এই সন্দেহ হিসেবে তুলে নিয়ে যায় কোতোয়ালি থানা-পুলিশ।

সন্দেহভাজন হিসেবে তুলে নেওয়া শিক্ষার্থীরা হলেন—কম্পিউটার সায়েন্সের ১৪ তম আবর্তনের মো. অপূর্ব কর্মকার ও খন্দকার জালাল।

তবে শিক্ষার্থীদের তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। কোতোয়ালি জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. বদরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেছে কি না আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।’

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন দুই শিক্ষার্থীকে আটকের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেবে পুলিশ।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট