হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় শোভাযাত্রায় ’৪৭, ’৭১ ও ’২৪ স্মরণ

ঢাবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় শোভাযাত্রায় ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় শোভাযাত্রায় ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতরা সামনের সারিতে থাকেন, দ্বিতীয় সারিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীসহ দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময়ে ভূমিকা রাখা নেতাদের ছবি রাখা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লেখা হয়েছে আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১ ও স্বাধীনতা-২৪। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীদের হাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময়ে ভূমিকা রাখা নেতাদের ছবি। ছবি: আজকের পত্রিকা

র‍্যালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়-কলেজ শিক্ষার্থী থেকে স্কুল-মাদ্রাসা শিক্ষার্থীসহ নানা স্তরের মানুষ দল বেঁধে আসেন এই র‍্যালিতে। কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন বিজয় র‍্যালিতে যোগ দিতে। সরেজমিন দেখা যায়, শহীদ মিনারে অবস্থান নিয়ে একদল বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিজয় দিবস উপলক্ষে অনেকেই পরেছেন লাল-সবুজ রঙের পোশাক। কেউ কেউ গালে এঁকেছেন বাংলাদেশের পতাকা।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা