হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে হেলপারকে চাপা দিল একই পরিবহনের আরেক বাস

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মিরপুরে বাসচাপায় এক বাসের হেলপার নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত হেলপারের নাম—সুজন ব্যাপারী (২৫)। তিনি পরিস্থান পরিবহন নামের বাসে ছিলেন। তাকে চাপা দিয়েছে একই পরিবহনের আরেকটি বাস। 

হাসপাতালে সুজনের বন্ধু মো. সোহাগ জানান, সুজন মোহাম্মদপুর টু উত্তরা রোডের পরিস্থান বাসের হেলপার ছিলেন। বর্তমানে মিরপুরের রূপনগর চলন্তিকা ঝিলপাড় এলাকায় থাকতেন। সকালে বাসে তিনি মোহাম্মদপুর থেকে উত্তরায় যাচ্ছিলেন। পথে মিরপুর ১২ নম্বর সেকশনে বাসস্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে লোকজন তুলছিলেন সুজন। এ সময় পরিস্থানের আরেকটি গাড়ি বাম দিক দিয়ে এসে সুজনকে চাপা দেয়। পরে তাঁকে দ্রুত স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 

সুজনের ভাই সুমন ব্যাপারী আজকের পত্রিকাকে জানান, তাদের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলায়। তাঁর বাবার নাম ইসমাঈল ব্যাপারী। সুজন বর্তমানে রূপনগর ঝিলপাড় চলন্তিকা বস্তিতে থেকে বাসে হেলপারের কাজ করতেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানায় অবহিত করা হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন