হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে হেলপারকে চাপা দিল একই পরিবহনের আরেক বাস

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মিরপুরে বাসচাপায় এক বাসের হেলপার নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত হেলপারের নাম—সুজন ব্যাপারী (২৫)। তিনি পরিস্থান পরিবহন নামের বাসে ছিলেন। তাকে চাপা দিয়েছে একই পরিবহনের আরেকটি বাস। 

হাসপাতালে সুজনের বন্ধু মো. সোহাগ জানান, সুজন মোহাম্মদপুর টু উত্তরা রোডের পরিস্থান বাসের হেলপার ছিলেন। বর্তমানে মিরপুরের রূপনগর চলন্তিকা ঝিলপাড় এলাকায় থাকতেন। সকালে বাসে তিনি মোহাম্মদপুর থেকে উত্তরায় যাচ্ছিলেন। পথে মিরপুর ১২ নম্বর সেকশনে বাসস্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে লোকজন তুলছিলেন সুজন। এ সময় পরিস্থানের আরেকটি গাড়ি বাম দিক দিয়ে এসে সুজনকে চাপা দেয়। পরে তাঁকে দ্রুত স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 

সুজনের ভাই সুমন ব্যাপারী আজকের পত্রিকাকে জানান, তাদের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলায়। তাঁর বাবার নাম ইসমাঈল ব্যাপারী। সুজন বর্তমানে রূপনগর ঝিলপাড় চলন্তিকা বস্তিতে থেকে বাসে হেলপারের কাজ করতেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানায় অবহিত করা হয়েছে।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে