হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে হেলপারকে চাপা দিল একই পরিবহনের আরেক বাস

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মিরপুরে বাসচাপায় এক বাসের হেলপার নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত হেলপারের নাম—সুজন ব্যাপারী (২৫)। তিনি পরিস্থান পরিবহন নামের বাসে ছিলেন। তাকে চাপা দিয়েছে একই পরিবহনের আরেকটি বাস। 

হাসপাতালে সুজনের বন্ধু মো. সোহাগ জানান, সুজন মোহাম্মদপুর টু উত্তরা রোডের পরিস্থান বাসের হেলপার ছিলেন। বর্তমানে মিরপুরের রূপনগর চলন্তিকা ঝিলপাড় এলাকায় থাকতেন। সকালে বাসে তিনি মোহাম্মদপুর থেকে উত্তরায় যাচ্ছিলেন। পথে মিরপুর ১২ নম্বর সেকশনে বাসস্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে লোকজন তুলছিলেন সুজন। এ সময় পরিস্থানের আরেকটি গাড়ি বাম দিক দিয়ে এসে সুজনকে চাপা দেয়। পরে তাঁকে দ্রুত স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 

সুজনের ভাই সুমন ব্যাপারী আজকের পত্রিকাকে জানান, তাদের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলায়। তাঁর বাবার নাম ইসমাঈল ব্যাপারী। সুজন বর্তমানে রূপনগর ঝিলপাড় চলন্তিকা বস্তিতে থেকে বাসে হেলপারের কাজ করতেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানায় অবহিত করা হয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির