হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচর রসুলপুরে বিদ্যুতায়িত হয়ে কাউছার (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে পূর্ব রসুলপুর প্লাস্টিক কারখানায় এই ঘটনা ঘটে। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বেলা ৩টার দিকে চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরের চাচা আবদুল জলিল জানান, মৃত কাউছার পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার গোরবুনিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর ৭ নম্বর গলিতে থাকত এবং আলতাব মিয়ার প্লাস্টিক কারখানায় চাকরি করত। 

আবদুল জলিল আরও জানান, ঘটনার সময় হাত ধোয়ার জন্য পানির মোটর পাম্পের সুইচ চালু করার সময় বিদ্যুতের লাইনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কাউছারকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনেরা আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসলে মারা যায় কাউছার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ