হোম > সারা দেশ > ঢাকা

ধলেশ্বরীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রাসেলের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে সেতুর ওপর থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া রাসেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে সেতু থেকে একটু দূরে নদীর মধ্যে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। 

পরে স্থানীয়রা খবর দিলে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের দল সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আকবর হোসেন এ খবর নিশ্চিত করেন। 

এসআই মো. আকবর হোসেন জানান, সেতুর আনুমানিক ১০০ গজ দূরে নদীর পশ্চিমপাড়ে মরদেহ ভেসে ওঠে। রাত ১১টার দিকে মরদেহ নদী থেকে তোলা হয়। স্বজনেরা এরই মধ্যে মরদেহ শনাক্ত করেছে। প্রাথমিকভাবে মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা। 

উল্লেখ্য, গত শনিবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে দুই যুবক নদীতে ঝাঁপ দেয়। মো. হামিম (১৮) নদী থেকে সাঁতরে তীরে উঠতে পারলেও রাসেল নিখোঁজ ছিল। 

জানা গেছে, দুই যুবক মুক্তারপুরে অবস্থিত ডি এম ইন্টারন্যাশনাল হ্যাঙ্গার কোম্পানিতে শ্রমিকের কাজ করে। শনিবার দুপুর ২টায় তাদের ডিউটি শেষ করে তারা নদীতে গোসলের উদ্দেশে সেতুর ওপর থেকে ঝাঁপ দেয়। কিন্তু একজন সাঁতরে তীরে উঠলেও অপরজন নিখোঁজ ছিলো। 

পুলিশ জানায়, রাসেল বরিশালের হিজলা থানার বরজানিয়া গ্রামের হেলালউদ্দিনের ছেলে। তিনি মুন্সিগঞ্জের দশকানী এলাকার আনোয়ার হাওলাদারের ভাড়াটিয়া। 

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’