হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১, সড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকের ধাক্কায় রিপন শেখ (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দুজন আহত হন। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। এতে উভয় দিকে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শেখ আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রিপন শেখ জামালপুর জেলার মাদারগঞ্জের জলিল শেখের ছেলে। আশুলিয়ার একটি গুদামে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। আহত দুজন স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রিপন শেখ রিকশায় ওঠার অপেক্ষা করছিলেন। তখন বাইপাইলমুখী একটি ট্রাক এসে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ছাড়া দুজন আহত হন। 

সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শেখ আবুল হাসান জানান, উত্তেজিত জনতা ট্রাকচালককে ধরে ফেলে। সেখান থেকে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁরও চিকিৎসার প্রয়োজন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে