হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১, সড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকের ধাক্কায় রিপন শেখ (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দুজন আহত হন। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। এতে উভয় দিকে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শেখ আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রিপন শেখ জামালপুর জেলার মাদারগঞ্জের জলিল শেখের ছেলে। আশুলিয়ার একটি গুদামে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। আহত দুজন স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রিপন শেখ রিকশায় ওঠার অপেক্ষা করছিলেন। তখন বাইপাইলমুখী একটি ট্রাক এসে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ছাড়া দুজন আহত হন। 

সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শেখ আবুল হাসান জানান, উত্তেজিত জনতা ট্রাকচালককে ধরে ফেলে। সেখান থেকে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁরও চিকিৎসার প্রয়োজন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে