হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১, সড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকের ধাক্কায় রিপন শেখ (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দুজন আহত হন। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। এতে উভয় দিকে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শেখ আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রিপন শেখ জামালপুর জেলার মাদারগঞ্জের জলিল শেখের ছেলে। আশুলিয়ার একটি গুদামে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। আহত দুজন স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রিপন শেখ রিকশায় ওঠার অপেক্ষা করছিলেন। তখন বাইপাইলমুখী একটি ট্রাক এসে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ছাড়া দুজন আহত হন। 

সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শেখ আবুল হাসান জানান, উত্তেজিত জনতা ট্রাকচালককে ধরে ফেলে। সেখান থেকে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁরও চিকিৎসার প্রয়োজন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব