হোম > সারা দেশ > ঢাকা

রানা প্লাজা ট্র‍্যাজেডির ১১ বছর: ২৩ ও ২৪ এপ্রিল দিনব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিতে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ আয়োজনের উদ্বোধন করবেন আহত শ্রমিক জেসমিন। তিনি কারখানায় দুই দিন আটকা ছিলেন। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে—আগামীকাল সাভার রানা প্লাজার সামনে সকাল ৯টা থেকে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির উদ্যোগে দোষীদের শাস্তি ও সম্মানজন ক্ষতিপূরণের দাবি এবং নিহতদের স্মরণ, জীবিতদের জন্য লড়াইয়ের আহ্বান নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হবে এই আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে। প্রদর্শনী উদ্বোধন করবেন আহত শ্রমিক জেসমিন।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন আহত শ্রমিক জেসমিন, নিহত শ্রমিক আঁখি আক্তারের মা নাসিমা আক্তার, নিহত ফজলে রাব্বীর মা রাহেলা আক্তার, নিহত শাহীদার মা এবং গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও আরও অনেকে।

পরদিন ২৪ এপ্রিল রানা প্লাজার সামনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও প্রতিবাদী র‍্যালি অনুষ্ঠিত হবে।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ