হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শনিবার সকালে ঢাকা-নবাবগঞ্জ সড়কের সিরাজদিখান উপজেলার খারশুর গ্রামের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন দোহার থানার সাতভিটা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে শেখ মো. রহমান (৫৮) ও ইসলামপুর (খালপাড়) গ্রামের মৃত রাজ্জাকের ছেলে শাহীন হোসেন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর গ্রামের তালতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নবাবগঞ্জগামী নবকলি পরিবহনের সঙ্গে ঢাকাগামী নম্বরবিহীন অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে শেখরনগর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অটোরিকশার চালকসহ তিনজন। তাঁদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত দুজনের লাশ শেখরনগর তদন্ত কেন্দ্রে রয়েছে।

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২