রাজধানীর মগবাজার ওয়ারলেস গেটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম আব্দুল লতিফ (৫৮)। তিনি তথ্য মন্ত্রণালয়ের ইলেকট্রিশিয়ান ছিলেন।
আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, ওই ব্যক্তি রমনা মগবাজার ডাক্তার গলিতে পরিবার নিয়ে থাকতেন। তিনি তথ্য মন্ত্রণালয়ের ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
এসআই আরও জানান, নিহতের পরিবারের কাছ থেকে জানা গেছে, তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। আজ সকালেও বাসা থেকে হাঁটতে বের হন। সকাল পৌনে ৮টার দিকে মগবাজার রেলগেটে রেললাইন অতিক্রম করার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত লতিফের বাড়ি নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামে। বাবার নাম মৃত আবু তাহের। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই হারুন।