হোম > সারা দেশ > ঢাকা

গ্যারেজমালিকের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি ৩ রিকশাচালকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আগারগাঁও থেকে অপহৃত পাঁচ বছরের শিশু মো. মোজাহিদকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত তিন রিকশাচালককে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা-পুলিশ।

আজ শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসিফ আলী (২২), শাহিন (২৩) ও মো. সুমন আলী (১৮)। তাঁরা পেশায় রিকশাচালক। শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ের পুরাতন বিএনপি বস্তির মো. নুরুজ্জামান নামে এক ব্যক্তির গ্যারেজের রিকশা চালাতেন তাঁরা। গ্যারেজের পেছনেই নুরুজ্জামানের বাসা। সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। 

২৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নুরুজ্জামানের শিশুসন্তান জোবায়ের (৫) নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও না পেয়ে পরের দিন শেরেবাংলা নগর থানায় বিষয়টি জানান তাঁরা। 

ডিসি এইচ এম আজিমুল হক বলেন, ‘শিশুটি ২৮ মার্চ নিখোঁজ হলেও আমাদের এক দিন পরে জানানো হয়েছে। এরপরে আমরা তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করি। এর মধ্যে অপহরণকারীরা শিশুটির বাবাকে ফোন দিয়ে ৬০ হাজার টাকা মুক্তিপণ চায়। শিশুটির পরিবার ২০ হাজার টাকা বিকাশে অপহরণকারীদের পাঠায়। সে তথ্য আমাদের জানিয়েছিল। এরপর ওই মোবাইল নম্বরের সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হই। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশুটিকে অক্ষত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। মুক্তিপণের টাকাও উদ্ধার করা হয়েছে।’

শিশুটির বাবা নুরুজ্জামান বলেন, ‘অপহরণকারীরা সবাই আমার গ্যারেজে রিকশা চালাত। কখনো রিকশাচালকদের সন্দেহ হতো না। কিন্তু গ্রেপ্তারের পর দেখতে পেলাম, যারা আমার সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত, তারাই আমার সন্তানকে অপহরণ করেছে।’

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অপহরণের মামলা হয়েছে।

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত