হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে মানবপাচার মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে মানবপাচার মামলায় এক যুবককে যাবজ্জীবন ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হাসান মোল্লা (৩৫) মানিকগঞ্জের ঘিওরের রামদিয়া এলাকার বাসিন্দা এবং ছালমা আক্তার (৩২) দণ্ডিত হাসান মোল্লার স্ত্রী।

এজহার সূত্রে জানা গেছে, আট লাখ টাকার বিনিময়ে বিদেশ কাজের কথা বলে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর ঘিওরের আশরাফুল ইসলাম আশিষকে মধ্যপ্রাচ্যের ওমানে পাঠান হাসান মোল্লা ও তাঁর স্ত্রী ছালমা আক্তার। পরে আশিষের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে বিষয়টি স্থানীয়দের জানান তাঁর পরিবার। আশিষের পরিবার জানতে পারে প্রবাসে চাকরির নামে আশিষকে পাচার করে দেওয়া হয়েছে। পরে স্থানীয়দের চাপে ও মামলার ভয়ে ২০১৫ সালের ২০ আগস্ট দেশে ফেরত আনা হয় আশিষকে।

এজহারপত্রে আরও উল্লেখ আছে, আশিষের বাবা ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর ঘিওর থানায় ছালমা আক্তার ও হাসান মোল্লাসহ চারজনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ ছালমা আক্তার ও হাসান মোল্লাকে গ্রেপ্তার করে। মামলায় দীর্ঘদিন কারাভোগের পর ছালমা আক্তার ও হাসান মোল্লা জামিনে বের হন এবং হাসান মোল্লা পলাতক থাকেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান ও পুলিশ পরিদর্শক নুর ইসলাম জানান, ২০১৬ সালের ২৭ মার্চ ছালমা আক্তার ও হাসান মোল্লাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় ছালমা আক্তারের উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক হাসান মোল্লাকে যাবজ্জীবন ও দুই লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন এবং একই মামলায় ছালমা আক্তারকে তিন বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে রাষ্ট্রপক্ষে আইনজীবী একেএম নুরুল হুদা রুবেল সন্তোষ প্রকাশ করেছেন, তবে আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশার মন্তব্য পাওয়া যায়নি। রায় ঘোষণার সময় হাসান মোল্লা পলাতক ছিলেন।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার