হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের মেইন রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কার্যালয়ে ঢুকে আসবাব ভাঙচুরের পর রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয়।

এর আগে দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে শহরের পুরোনো বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে পুলিশের সংঘর্ষ হয়। তাতে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা সদর রোডে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জড়ো হয়। তারা কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের দিকে এগোতে থাকে। মিছিল পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে। তাতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়।

এরপর আন্দোলনকারীরা শহরের বেশ কয়েকটি সড়কে লাঠিসোঁটা নিয়ে বিক্ষিপ্ত মিছিল করে। আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করে। এ অবস্থায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।

এদিকে সর্বাত্মক শাটডাউনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অল্প কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে এ মহাসড়কে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস বা ব্যক্তিগত কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ