হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে মাদকসহ একই পরিবারের ৫ জনসহ গ্রেপ্তার ৬ 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাঁজা ও ইয়াবাসহ একই পরিবারের পাঁচজনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল রোববার রাতে উপজেলার মালখানগর ইউনিয়নের রথবাড়ি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন উপজেলার মালখানগর ইউনিয়নের রথবাড়ি গ্রামের মজিবুর রহমান (৫৫), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৪৮), দুই ছেলে জাহিদ হাসান (৩২) ও নাহিদ হাসান (২৮), নাহিদের স্ত্রী জাকিয়া বেগম (২১) এবং উপজেলার কাজীরভাগ এলাকার স্বপন হাওলাদারের ছেলে মো. আশিক হাওলাদার (২৪)। 

আজ সোমবার বেলা ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, এক পরিবারের সবাই মাদক কারবারে যুক্ত এমন তথ্যে অভিযান চালানো হয়। এ সময় একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫১টি ইয়াবা ও ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

ওসি আরও বলেন, পরিবারটির সদস্যরা এলাকার যুবক, স্কুলছাত্রসহ উঠতি বয়সীদের কাছে মাদক বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ