হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে মাদকসহ একই পরিবারের ৫ জনসহ গ্রেপ্তার ৬ 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাঁজা ও ইয়াবাসহ একই পরিবারের পাঁচজনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল রোববার রাতে উপজেলার মালখানগর ইউনিয়নের রথবাড়ি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন উপজেলার মালখানগর ইউনিয়নের রথবাড়ি গ্রামের মজিবুর রহমান (৫৫), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৪৮), দুই ছেলে জাহিদ হাসান (৩২) ও নাহিদ হাসান (২৮), নাহিদের স্ত্রী জাকিয়া বেগম (২১) এবং উপজেলার কাজীরভাগ এলাকার স্বপন হাওলাদারের ছেলে মো. আশিক হাওলাদার (২৪)। 

আজ সোমবার বেলা ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, এক পরিবারের সবাই মাদক কারবারে যুক্ত এমন তথ্যে অভিযান চালানো হয়। এ সময় একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫১টি ইয়াবা ও ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

ওসি আরও বলেন, পরিবারটির সদস্যরা এলাকার যুবক, স্কুলছাত্রসহ উঠতি বয়সীদের কাছে মাদক বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ