হোম > সারা দেশ > ঢাকা

খতনার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ শহরে সুন্নতে খতনার সময় ছয় বছরের এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই শিশুর নাম মো. মোরসালিন। গতকাল সোমবার বিকেলে জেলা শহরের মানিকপুর এলাকার রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত শিশুকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু মোরসালিন জেলার গজারিয়া উপজেলার উত্তর ফুলদী গ্রামের শামীম হোসেনের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে জেলা সদরের মহাকালী ইউনিয়নের কেওয়ার লোহারপুল গ্রামে নানা সাজ্জাদ হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিল।

শিশু মোরসালিনের বাবা শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে তাঁর ছেলের নানাবাড়ির লোকজন সিদ্ধান্ত নেন সুন্নতে খতনা করার। সেই মোতাবেক গতকাল বিকেলে রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন জেনারেল সার্জারি ও শিশু রোগ বিশেষজ্ঞ এ টি এম ফারুকুল ইসলামের দ্বারস্থ হন।

এ সময় ওই চিকিৎসক শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলেন। এতে শিশুর রক্তক্ষরণ হতে থাকে। পরে দ্রুত তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই শিশুটির চিকিৎসা চলছে। শিশুর বাবা বলেন, ‘আগে আমার ছেলে সুস্থ হোক। তারপর চিকিৎসকের বিরুদ্ধে বিচার চাইব।’

এ ব্যাপারে মেডিসিন জেনারেল সার্জারি ও শিশু রোগ বিশেষজ্ঞ এ টি এম ফারুকুল জানান, ২০১১ সালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তিনি অবসর নেন। এর পর থেকে রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন তিনি। তিনি বলেন, ‘শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এর জন্য আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। ঘটনার সঙ্গে সঙ্গে আমি ওই শিশুর উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাই।’

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন