হোম > সারা দেশ > ঢাকা

৪ দফা দাবিতে জাবি কর্মকর্তাদের কর্মবিরতির হুমকি

জাবি প্রতিনিধি

সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত চার দফা দাবি আগামী ৩০ মার্চের মধ্যে বাস্তবায়ন না হলে কর্মবিরতি পালনসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

অফিসার সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আজিম উদ্দিন রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।  

চার দফা দাবির মধ্যে রয়েছে–সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে প্রকাশিত অফিসারদের পদোন্নতি নীতিমালা বাতিল করা করা, পূর্বের নীতিমালা অনুযায়ী আপ-গ্রেডিং চালু রাখা, সমিতি কর্তৃক প্রস্তাবিত পদোন্নতি নীতিমালার সুপারিশ জরুরি সিন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়ন করা ও নতুন রিভিউ কমিটিতে কর্মকর্তা সমিতির সভাপতি–সাধারণ সম্পাদকের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। 

এ ছাড়া প্রশাসন-২ শাখার ডেপুটি রেজিস্ট্রার এ বি এম কামরুজ্জামানকে ৩০ মার্চের মধ্যে রেজিস্ট্রার অফিস থেকে বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। 

ডেপুটি রেজিস্ট্রার আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৯ মার্চ সিন্ডিকেটে গৃহীত পদোন্নতি নীতিমালার প্রেক্ষিতে অফিসারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সে প্রেক্ষিতে আমরা সাধারণ সভার মাধ্যমে এসব দাবি জানিয়েছি প্রশাসনের কাছে।’ এ জন্য কাল মঙ্গলবার উপাচার্যের কাছে লিখিত দেওয়া হবে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, ‘আগামী ৩০ মার্চের মধ্যে পদোন্নতি সংক্রান্ত আমাদের চার দাবি বাস্তবায়নের না হলে অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন ও কঠোর আন্দোলন করা হবে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমি এখনো এসব বিষয়ে কিছু না জানায় মন্তব্য করতে পারছি না।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু