হোম > সারা দেশ > ঢাকা

৪ দফা দাবিতে জাবি কর্মকর্তাদের কর্মবিরতির হুমকি

জাবি প্রতিনিধি

সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত চার দফা দাবি আগামী ৩০ মার্চের মধ্যে বাস্তবায়ন না হলে কর্মবিরতি পালনসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

অফিসার সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আজিম উদ্দিন রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।  

চার দফা দাবির মধ্যে রয়েছে–সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে প্রকাশিত অফিসারদের পদোন্নতি নীতিমালা বাতিল করা করা, পূর্বের নীতিমালা অনুযায়ী আপ-গ্রেডিং চালু রাখা, সমিতি কর্তৃক প্রস্তাবিত পদোন্নতি নীতিমালার সুপারিশ জরুরি সিন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়ন করা ও নতুন রিভিউ কমিটিতে কর্মকর্তা সমিতির সভাপতি–সাধারণ সম্পাদকের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। 

এ ছাড়া প্রশাসন-২ শাখার ডেপুটি রেজিস্ট্রার এ বি এম কামরুজ্জামানকে ৩০ মার্চের মধ্যে রেজিস্ট্রার অফিস থেকে বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। 

ডেপুটি রেজিস্ট্রার আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৯ মার্চ সিন্ডিকেটে গৃহীত পদোন্নতি নীতিমালার প্রেক্ষিতে অফিসারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সে প্রেক্ষিতে আমরা সাধারণ সভার মাধ্যমে এসব দাবি জানিয়েছি প্রশাসনের কাছে।’ এ জন্য কাল মঙ্গলবার উপাচার্যের কাছে লিখিত দেওয়া হবে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, ‘আগামী ৩০ মার্চের মধ্যে পদোন্নতি সংক্রান্ত আমাদের চার দাবি বাস্তবায়নের না হলে অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন ও কঠোর আন্দোলন করা হবে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমি এখনো এসব বিষয়ে কিছু না জানায় মন্তব্য করতে পারছি না।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন