টাঙ্গাইলের কালিহাতীতে এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর দক্ষিণপাড়া কালিমন্দিরের পাশে ইউক্যালিপটাস গাছের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফয়সাল হোসেন (১৮) উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনি মগড়া গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে নামাজের জন্য বের হন ফয়সাল হোসেন। তারপর আর ফিরে আসেননি। পরে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি।
এ বিষয়ে টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন জানান, ওই তরুণের পিঠে রক্ত লেগেছিল। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।