হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর হাতিরপুলে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর শাহবাগের হাতিরপুলে নাজমা আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে গৃহকর্ত্রীর দাবি, সে ভবন থেকে পড়ে গেছে। 

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শুক্রবার রাতে হাতিরপুল এলাকা থেকে ওই গৃহকর্মীকে রক্তাক্ত অবস্থায় এনে হাসপাতালে ভর্তি করেন গৃহকর্ত্রী। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সে মারা যায়। গৃহকর্ত্রী জানান, সে ভবন থেকে পড়ে গিয়েছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানার পুলিশ তদন্ত করছে। 

ওই বাসার গৃহকর্ত্রী খুরশীদা জামান দাবি করেন, তাঁরা হাতিরপুল মোতালেব প্লাজার নবম তলায় থাকেন। গত দেড় মাস যাবৎ তাঁদের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল নাজমা। ময়মনসিংহ জেলা থেকে তাঁদেরই পরিচিত পারভীন নামে এক নারী নাজমাকে তাঁদের বাসায় কাজে দিয়ে যান। শুক্রবার রাতে নাজমা তাঁকে জানায়, তাঁর মা খুব অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে তার মাকে দেখতে যাবে। 

তবে রাতের বেলায় তাকে গ্রামে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানান তাঁরা। তখন স্বজনদের সঙ্গে তাকে কথা বলিয়ে দিতে বলেন। 

গৃহকর্ত্রী আরও দাবি করেন, রাত ১০টার দিকে একই সঙ্গে খাওয়া-দাওয়া করেন তাঁরা। এর কিছুক্ষণ পর নাজমাকে আর বাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন দেখেন তাঁদের বাসার মেইন দরজা খোলা। এতে তাঁদের সন্দেহ হলে তিনি দৌড়ে বাসার নিচে যান। তবে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি করার একপর্যায়ে জানতে পারেন, পাশের মসজিদের পঞ্চম তলার ছাদে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নাজমা। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

তাঁদের ধারণা, বাসার গ্রিলের ফাঁকা দিয়ে নামার সময় সেখান থেকে পড়ে গিয়েছিল নাজমা। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোনায়েম জানান, রাতে বাড়ি যাওয়ার বায়না ধরে ওই গৃহকর্মী। না যেতে দিলে নবম তলা থেকে গামছা কাপড় দিয়ে গ্রীলের সঙ্গে বেঁধে নিচে নামার সময় পাশের মসজিদের পাঁচতলার ছাদে পড়ে যায়। সেখান থেকে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায়। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির