হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের দুই নেতা বহিষ্কার

কিশোরগঞ্জ প্রতিনিধি

সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া ও সংগঠক রিয়াদ আহমেদ উল্লাস। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা কমিটির দুই নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া ও সংগঠক রিয়াদ আহমেদ উল্লাস। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্যসচিব ফয়সাল প্রিন্স নিজেদের ফেসবুক আইডিতে দুই নেতাকে বহিষ্কারের নোটিশ দেন।

বহিষ্কারের নোটিশে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সব কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

নোটিশ ও বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব ফয়সাল প্রিন্স বলেন, ‘তাদের বিরুদ্ধে সাংগঠনিক নীতিবহির্ভূত তথ্য-প্রমাণ পেয়েছি। এই কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।’ কী অপরাধের জন্য বহিষ্কার করা হয়েছে, তা তিনি না জানালেও বলেন, ‘এগুলো ইন্টারনাল বিষয়, সংগঠনের সুনাম রক্ষার্থে কারণগুলো বলতে পারছি না।’

এ ব্যাপারে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বড় সংগঠন। ফলে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের ছেলে নানা উদ্দেশ্যে ঢুকে পড়ে। ভবিষ্যতেও কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ, গত ৬ ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরে ৩২১ সদস্যের কিশোরগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা