হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মধ্যবাড্ডায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বুধবার সন্ধ্যার দিকে নিজেদের বাসায় নুশরাত জাহান (২১) নামে ওই শিক্ষার্থী অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, নুশরাত বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটিতে বিবিএর প্রথম বর্ষের ছাত্রী ছিল। পরিবারের সঙ্গে মধ্যবাড্ডা আদর্শনগর এলাকায় থাকতেন। তাঁর বাবার নাম হুমায়ুন কবির। 

এসআই আরও জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে বাসায় তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান। 

পরিবারের বরাত দিয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নুশরাত পড়াশোনার চেয়ে সেলফোন নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। এ নিয়ে মা-বাবা বকাঝকা করেন। অভিমানে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ