রাজধানীর মধ্যবাড্ডায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বুধবার সন্ধ্যার দিকে নিজেদের বাসায় নুশরাত জাহান (২১) নামে ওই শিক্ষার্থী অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, নুশরাত বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটিতে বিবিএর প্রথম বর্ষের ছাত্রী ছিল। পরিবারের সঙ্গে মধ্যবাড্ডা আদর্শনগর এলাকায় থাকতেন। তাঁর বাবার নাম হুমায়ুন কবির।
এসআই আরও জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে বাসায় তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান।
পরিবারের বরাত দিয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নুশরাত পড়াশোনার চেয়ে সেলফোন নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। এ নিয়ে মা-বাবা বকাঝকা করেন। অভিমানে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।