হোম > সারা দেশ > ঢাকা

১৩ কোটি টাকার অবৈধ সম্পদ: ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে রাজধানীর বাড্ডার এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- মধ্য বাড্ডার ব্যবসায়ী মো. মাসুদুর রহমান (৪৫) ও তার স্ত্রী এলিজা আক্তার উর্মি (৩৯)। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সেই সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

ব্যবসায়ী মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুদক ২০১৭ সালে নোটিশ পাঠিয়ে তাকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়। সেই অনুযায়ী নির্ধারিত সময়ে একই বছর সম্পদ বিবরণী দাখিল করেন মাসুদুর। 

পরে তা যাচাই-বাছায় শেষে তার ৮ কোটি ৪২ লাখ ৯৩ হাজার টাকার বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায়। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলায় দুদক আইন, ২০০৪ এর ২৭(২) ধারা অভিযোগ আনা হয়।

অপর মামলায় এলিজা আক্তার উর্মির বিরুদ্ধে অভিযোগ, তিনি দুদকের নির্দেশে সম্পদ বিবরণী দাখিল করার পর তা যাচাই-বাছাই শেষে তার নামে ৪ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় মামলায় তার বিরুদ্ধে দুদক আইনের একই ধারায় অভিযোগ আনা হয়েছে।

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে