হোম > সারা দেশ > ঢাকা

নিপুণ রায়কে প্রধান আসামি করে মামলা, গ্রেপ্তার ৯

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে গতকাল শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে প্রধান আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় এই মামলা দায়ের করা হয়। বাদী হয়েছেন উপজেলার জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সুমন। মামলায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের অফিসে হামলা ও আসবাব ভাঙচুরের অভিযোগ আনেন বাদী।

মামলায় নিপুণ রায়সহ বিএনপির ৯৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শক (অপারেশন) আসিকুর রহমান আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘এস এম সুমন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন। মামালায় এজাহারভুক্ত আসামি ৯৪ জন। আমরা ইতিমধ্যেই অভিযান চালিয়ে ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ 

এদিকে আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জিনজিরা বাস রোডে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ। সমাবেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন