হোম > সারা দেশ > ঢাকা

নিপুণ রায়কে প্রধান আসামি করে মামলা, গ্রেপ্তার ৯

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে গতকাল শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে প্রধান আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় এই মামলা দায়ের করা হয়। বাদী হয়েছেন উপজেলার জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সুমন। মামলায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের অফিসে হামলা ও আসবাব ভাঙচুরের অভিযোগ আনেন বাদী।

মামলায় নিপুণ রায়সহ বিএনপির ৯৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শক (অপারেশন) আসিকুর রহমান আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘এস এম সুমন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন। মামালায় এজাহারভুক্ত আসামি ৯৪ জন। আমরা ইতিমধ্যেই অভিযান চালিয়ে ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ 

এদিকে আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জিনজিরা বাস রোডে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ। সমাবেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির