হোম > সারা দেশ > ঢাকা

থার্টি ফার্স্ট নাইটে রাত ৮টার পর ঢাবি ও হাতিরঝিলে প্রবেশ বন্ধ: ডিএমপি কমিশনার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), হাতিরঝিল, বনানী, গুলশানসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

ডিএমপি কমিশনার বলেন, ‘ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকার মধ্যে যে কয়েকটি এলাকায় সবচেয়ে বেশি মানুষের ভিড় হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। থার্টি ফার্স্ট নাইটে আটটার পরে ছাত্র, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এই এলাকার চার পাশেই আমাদের নিরাপত্তাবেষ্টনী থাকবে। আর কেউ প্রবেশ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন। 

নগরবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, একই নির্দেশনা হাতিরঝিল, বনানী ও গুলশান এলাকার জন্য। রাত আটটার পর হাতিরঝিলে কেউ থাকতে পারবেন না। এমনকি কোনো বাইককেও প্রবেশ করতে দেওয়া হবে না। গুলশান এলাকার বাসিন্দা ছাড়া বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না। 

শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিবছরের মতো এবারও উন্মুক্ত স্থানে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবেন না। হোটেলগুলোতে যাঁরা আমাদের কাছে আবেদন করেছেন, তাঁরা অনুষ্ঠান করতে পারবেন। তবে অনুষ্ঠানের আয়োজন হতে হবে আমাদের দেশীয় সংস্কৃতির। ডিজে আয়োজন করা যাবে না। এ ছাড়া ৩১ তারিখ সকাল থেকে ১ তারিখ পর্যন্ত সব বার বন্ধ থাকবে।’ 

শিশু-কিশোরদের প্রতি অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, ‘আমাদের সন্তানরা মানতে চায় না কিন্তু অসুস্থ ও কর্মজীবী মানুষের কথা চিন্তা করে কোনো ধরনের আতশবাজি না ফোটানোর অনুরোধ করছি। এতে অনেকের মারাত্মক ক্ষতি হয়। এমনকি যাঁরা আতশবাজি ফোটান তাঁরাও অনেক সময় আহত হন।’ 

নববর্ষে কোনো ধরনের হুমকি নেই জানিয়ে কমিশনার বলেন, নতুন বছর ঘিরে কোনো ধরনের হুমকি নেই। তারপরও কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঢাকার সর্বত্র কাজ করবেন। 

পাঁচতারা হোটেলের ডিজে পার্টির টিকিট ঘোষণা দিয়ে বিক্রির বিষয়ে ঢাকার পুলিশপ্রধান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বন্ধ করে দেওয়া হবে।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু