হোম > সারা দেশ > ঢাকা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেলচালকের

গজারিয়া প্রতিনিধি 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে কুমিল্লার দিক থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক। সকাল পৌনে ৭টার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক প্রায় ১৫ ফুট দূরে ছিটকে পড়েন। প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে তাঁর বয়স ৩৫ হতে পারে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা নিহতের পরিচয় ও ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন