হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপির কাছে রাজধানীর ট্রাফিক সমস্যার কথা শুনল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল। 

সোমবার (২ সেপ্টেম্বর) ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল-আমিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল ডিএমপি সদর দপ্তরে কমিশনার মো. মাইনুল হাসান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেঙ্গ মতবিনিময় করেন। 

সেনাবাহিনীর প্রতিনিধিদল ঢাকা মহানগর পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সে সম্পর্কে জানতে ডিএমপি কমিশনারকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। ডিএমপি কমিশনার প্রতিটি প্রশ্ন শোনেন এবং উত্তর দেন। 

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিট। পুলিশের মূল কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা, পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল ডিএমপির বড় চ্যালেঞ্জ। ঢাকা শহরে ২ কোটিরও বেশি মানুষের জন্য ৩৪ হাজার পুলিশ সদস্য রয়েছেন, আর ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন ৪ হাজার, এটা নিতান্তই কম। এর পরও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। 

কমিশনার বলেন, সীমিত সড়ক এবং যানবাহনের সংখ্যা বেশি হওয়ার কারণে ডিএমপির ট্রাফিক ব্যবস্থা সচল রাখা বড় ধরনের এক চ্যালেঞ্জিং কাজ। এ চ্যালেঞ্জ গ্রহণ করে ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যরা নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। 

এ সময় ডিএমপির অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার