হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপির কাছে রাজধানীর ট্রাফিক সমস্যার কথা শুনল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল। 

সোমবার (২ সেপ্টেম্বর) ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল-আমিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল ডিএমপি সদর দপ্তরে কমিশনার মো. মাইনুল হাসান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেঙ্গ মতবিনিময় করেন। 

সেনাবাহিনীর প্রতিনিধিদল ঢাকা মহানগর পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সে সম্পর্কে জানতে ডিএমপি কমিশনারকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। ডিএমপি কমিশনার প্রতিটি প্রশ্ন শোনেন এবং উত্তর দেন। 

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিট। পুলিশের মূল কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা, পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল ডিএমপির বড় চ্যালেঞ্জ। ঢাকা শহরে ২ কোটিরও বেশি মানুষের জন্য ৩৪ হাজার পুলিশ সদস্য রয়েছেন, আর ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন ৪ হাজার, এটা নিতান্তই কম। এর পরও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। 

কমিশনার বলেন, সীমিত সড়ক এবং যানবাহনের সংখ্যা বেশি হওয়ার কারণে ডিএমপির ট্রাফিক ব্যবস্থা সচল রাখা বড় ধরনের এক চ্যালেঞ্জিং কাজ। এ চ্যালেঞ্জ গ্রহণ করে ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যরা নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। 

এ সময় ডিএমপির অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি