মাদারীপুরের কালকিনিতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় দুই ভাইবোনকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলার লক্ষ্মীপুরে গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মধ্যলক্ষ্মীপুরের মৃত জব্বার আলী সরদারের ছেলে মিরাজ সরদার (৪০) ও তাঁর বড় বোন আমিরন বেগম (৫৫)।
পরিবার সূত্রে জানা গেছে, জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মিরাজ ও আমিরনের ওপর হামলা চালান প্রতিপক্ষ শাজাহান সরদার ও তাঁর লোকজন। এ সময় দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান।
আহত ব্যক্তিদের বড় ভাই রেজাউল হক সরদার বলেন, ‘আমরা নৌকায় ভোট দিয়েছিলাম, কিন্তু নির্বাচনে নৌকা হেরে যায়। এর পর থেকে বিজয়ীদের লোকজন আমাদের হুমকি-ধমকি দিয়ে আসছিল। পূর্ব থেকে পরিকল্পনা করে আমার ভাইবোনের ওপর শাজাহান ও তাঁর লোকজন হামলা চালিয়েছে।’
অভিযুক্ত শাজাহান পলাতক ও মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির বলেন, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।