আদালত থেকেই দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের সম্পর্কে ‘ভালো তথ্য’ পেয়েছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ রোববার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, ‘আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ শুরু হয়েছে। কারা এসেছিল ছিনতাই করতে, তাদের সম্পর্কে ভালো তথ্য পেয়েছি। তাদের নাম পেয়েছি, অভিযান অব্যাহত আছে। আশা করছি সবাইকে গ্রেপ্তার করতে পারব।’
ডিএমপি কমিশনার বলেন, ‘যে দুই জঙ্গি পালাতে পারেনি সেই দুজনও এ পরিকল্পনার সঙ্গে জড়িত। সেই আরাফাত ও সবুরকেও আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।’
এর আগে ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২০ জনকে আসামি করে রোববার সন্ধ্যায় আদালতের প্রসিকিউশন বিভাগের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মামলায় ছিনতাই হওয়া দুই আসামিসহ ২০ জনকে আসামি করা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।
এই সম্পর্কিত আরও পড়ুন: