হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগের গলায় ফাঁস দিয়ে রিয়া নামের এক কলেজশিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। পরিবার বলছে, খিলগাঁও গার্লস কলেজে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে সে। 

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিপাহিবাগ চারতলা গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। উদ্ধার করে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

জাো গেছে, রিয়ার বাবার নাম রিপন মিয়া। তাঁর গাড়ির ব্যবসা রয়েছে। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লা। বাবা-মা ও ছোট বোনসহ সিপাহিবাগ থাকতেন। 

রিয়ার চাচা স্বপন মিয়া জানান, গত বৃহস্পতিবার কলেজের দ্বিতীয় বর্ষে ওঠার জন্য ফলাফল ঘোষণা করে। সেখানে রিয়া পাঁচটি বিষয়ে অকৃতকার্য হয়। পরিবার থেকে কোনো চাপ না দিলেও মন খারাপ করেছিল রিয়া। গতকাল বিকেলে তার বাবা কাজে গেলে ও মা ছোট বোনকে নিয়ে কোচিং যাওয়ার পর ফাঁকা বাড়িতে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে ঘণ্টাখানেক পর তার মা ফিরে এসে দরজা বন্ধ দেখতে পায়। তখন জানালা দিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে রিয়া। 

স্বজনরা বলছেন, পরে প্রতিবেশীদের সহযোগিতার দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, রিয়ার মরদেহটি মর্গে রাখা হয়েছে।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে