হোম > সারা দেশ > ঢাকা

ওষুধের মোড়কে ফেনসিডিল বিক্রি করেন ‘ডাক্তার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেনসিডিল বিক্রির অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. আজগর আলী ওরফে সনু (৩৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ।

গতকাল রোববার রাতে কল্যাণপুরের মিজান টাওয়ারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ওষুধের মোড়কের আড়ালে কৌশলে ফেনসিডিল বিক্রি করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহসীন এই তথ্য জানান।

ওসি মহসীন বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক। চুয়াডাঙ্গার দামুড়হুদায় তাঁর চেম্বার। সেখানে তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবীদের কাছে তিনি পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবেই।

ওসি আরও বলেন, তিনি চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল আনেন। ঢাকায় তা বিক্রি করেন। কেউ যাতে সন্দেহ না করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তিনি ফেনসিডিল আনেন ওষুধের মোড়কে। গতকালও তিনি একটি কাশির সিরাপের মোড়কের ভেতরে ফেনসিডিল আনেন।

গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির