হোম > সারা দেশ > ঢাকা

ওষুধের মোড়কে ফেনসিডিল বিক্রি করেন ‘ডাক্তার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেনসিডিল বিক্রির অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. আজগর আলী ওরফে সনু (৩৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ।

গতকাল রোববার রাতে কল্যাণপুরের মিজান টাওয়ারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ওষুধের মোড়কের আড়ালে কৌশলে ফেনসিডিল বিক্রি করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহসীন এই তথ্য জানান।

ওসি মহসীন বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক। চুয়াডাঙ্গার দামুড়হুদায় তাঁর চেম্বার। সেখানে তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবীদের কাছে তিনি পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবেই।

ওসি আরও বলেন, তিনি চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল আনেন। ঢাকায় তা বিক্রি করেন। কেউ যাতে সন্দেহ না করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তিনি ফেনসিডিল আনেন ওষুধের মোড়কে। গতকালও তিনি একটি কাশির সিরাপের মোড়কের ভেতরে ফেনসিডিল আনেন।

গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি।

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ