হোম > সারা দেশ > নরসিংদী

ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার আমীরগঞ্জ রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার হোসেন করিমগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি হাসনাবাদ বাজারের করিমগঞ্জ মোড় মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের রড-সিমেন্ট ব্যবসায়ী। 

ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্দুর গোধূলি ট্রেনে কাটা পড়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক রড সিমেন্ট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টার সময় উপজেলার আমীরগঞ্জ রেলস্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক স্টেশনের রেললাইন সংলগ্ন ফল সবজি পট্টী থেকে কেনাকাটা করে মোবাইল ফোনে কথা বলে হাঁটছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর গোধূলি ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আমীরগঞ্জ স্টেশনে পৌঁছালে ওই যুবক কাটা পড়ে। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের শ্বশুর বজলুল রহমান বলেন, পুলিশি ঝামেলা এড়াতে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থল থেকে দ্রুত লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। 

নরসিংদীর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি দুর্ঘটনার পর ওই ব্যক্তির মরদেহ স্বজনেরা বাড়ি নিয়ে গেছে। 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান