হোম > সারা দেশ > ঢাকা

২৮ অক্টোবর নিয়ে চিন্তার কোনো কারণ নেই: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

আগামী ২৮ অক্টোবর স্বাভাবিক দিনের মতোই যাবে, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘২৭ অক্টোবরের পর ২৮ অক্টোবর, এরপর ২৯ অক্টোবর, এভাবেই চলবে, কোনো ব্যবধান নেই। দিনের পর দিন আসবে, কোনো শক্তির ক্ষমতা নেই দিনকে আটকাবার। মানুষ যেভাবে তাঁদের দৈনন্দিন কাজ করছে; করবে। এটা খুব সাধারণ ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই।’ 

পরে রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের সকল দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকার করে; সম্মান করে। অথচ বিএনপি বলে-তাঁর অধীনে নির্বাচন করব না। কীভাবে এ কথা বলেন? এটি আইনের কথা নয়। অন্যায় কথা, এটি গায়ের জোরের কথা!’ 

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন—সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার