হোম > সারা দেশ > ঢাকা

স্তূপ থেকে ভালো কাপড় ও লোহা খুঁজে নিয়ে যাচ্ছে অনেকে  

ফারুক ছিদ্দিক, ঢাকা

বঙ্গবাজারে সাতটি মার্কেটের ৫ হাজারের বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর সেই পোড়া স্তূপে টোকাই, ফেরিওয়ালা আর ছিন্নমূল নারী ও পথশিশুরা খুঁজছে লোহা, টিনের বিভিন্ন বস্তু আর কাপড়চোপড়। 

মরিয়ম আক্তার নামের এক ছিন্নমূল নারী ছাইয়ের মধ্যে কিছু খোঁজাখুঁজি করছিলেন। স্তূপের ভেতরে ভালো কোনো কাপড় খুঁজে পাচ্ছেন কি না, জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমাগো কি কোনো হক নেই? আমরা গরিব, ভিক্ষা করে খাই, পথেঘাটে থাকি, এইখানোত্তুন কিছু লইয়েরে যদি কাঁথামোথা সেলাইতে পারি, তো সমস্যা কী? পাশে আরেক নারী এসে মরিয়মের উদ্দেশে বলেন, ‘মানুষ তাদের দোকানপাটের জন্য হাহাকার করতেছে, আপনি এসব কী করেন? আল্লাহবিল্লা করেন।’ তখন মরিয়ম বলেন, ‘এই বেডি। ভালা মারাইস না, আমাগো নাই তাই নিতাছি, তদের আছে তাই লাগব না। আমারে কস, কিন্তু ওই বেডারা লোহা নিয়া যাইতেছে, তাদের একটু ক তো, পারোস কিনা দেখি।’ 

লোহা টেনে টেনে নিয়ে যাচ্ছে আহমদ হোসেন নামের এক যুবক। জিজ্ঞেস করলে বলেন, ‘লোহালক্কড় বেইচা টাকা পামু। টাকার জন্য করতেছি।’ কিন্তু এখানে তো আপনার দোকান নেই, কেন আপনি নিয়ে যাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকারের জিনিস নিচ্ছি। তাতে কিছু বললে সরকারের লোকজন বলুক।’ 

লোহাজাতীয় বিভিন্ন বস্তুর একটি বস্তা টেনে নিয়ে যাচ্ছে আলামীন হোসেন নামের এক পথশিশু। আলামীন বলে, ‘এত কথা বুঝি না ভাই—বেচমু, টাকা পামু। আপনাকে এসব কমু কেন?’ 

গতকাল মঙ্গলবার পুড়ে ছাই হয়ে যাওয়া সাতটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেছে। আজ বুধবার সকাল থেকে এনেক্সকো ভবন থেকে ধোঁয়া বের হওয়ার কারণে ছিটানো হচ্ছে পানি।

আরও খবর পড়ুন:

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’