হোম > সারা দেশ > ঢাকা

মুলাদীতে নৌ দুর্ঘটনায় নিখোঁজ আ.লীগ নেতার লাশ উদ্ধার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে খেয়া নৌকায় বালুবাহী জাহাজের ধাক্কায় নিখোঁজ আওয়ামী লীগ নেতা নান্নু ব্যাপারীর লাশ উদ্ধার করেছেন নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর আড়িয়াল খাঁ নদের সেতুর উত্তরপাশ থেকে লাশ উদ্ধার করা হয়। নান্নু ব্যাপারী (৬০) নাজিরপুর গ্রামের সিরাজুল হক ব্যাপারীর ছেলে এবং নাজিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গতকাল রোববার রাতে গৌরনদীর হোসনাবাদ বাজার থেকে বাড়ি ফেরার পথে বালুবাহী জাহাজের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হন। 

জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদীর হোসনাবাদ থেকে ইঞ্জিন চালিত নৌকায় মুলাদীর নাজিরপুরে আসছিলেন। এ সময় বালুবাহী একটি জাহাজ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকার ৬-৭ জন যাত্রী ছিটকে আড়িয়াল খাঁ নদীতে পড়ে যান। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও নান্নু ব্যাপারী নিখোঁজ হন। ফায়ার সার্ভিস কর্মী ও নাজিরপুর নৌপুলিশ প্রায় ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে নান্নু ব্যাপারীর লাশ উদ্ধার করেন। এ সময় নদী থেকে দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নাজিরপুর নৌপুলিশ বালুবাহী জাহাজটি জব্দ করেছে এবং ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, বরগুনার পাথরঘাটা এলাকার ছগির হোসেনের ছেলে জাহাজ চালক আবু বকর (৩৫), শ্রমিক লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকার জিহাদ ইসলাম, সুমন হোসেন, মারুফ হোসেন এবং হিজলা উপজেলার জাবেদ হোসেন। 

এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। নিহতের ছেলে সোহেল ব্যাপারী বাদী হয়ে মুলাদী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। 

নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় নিখোঁজের লাশ উদ্ধার হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষ লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, মামলার পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন