হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, ২ শ্রমিক নিহত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাক খাদে পড়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতেরা হলেন—কুড়িগ্রাম সদরের রুহুল আমিন (৩০) ও জসিম উদ্দিন (২৭)। দুজনই ট্রাকে শ্রমিকের কাজ করতেন।

এ বিষয়ে ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, দুপুরে ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পাটুরিয়াগামী খুঁটি (ঘরের তৈরির খুঁটি) বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক-হেলপার ও দুই শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রুহুল আমিন ও জসিম উদ্দিন নামের দুজনের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চালক ও হেলপারকে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং হাসপাতালে খোঁজ খবর নেওয়া হয়।’

পুলিশ কর্মকর্তা জাকির হোসেন আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার মোটরসাইকেল চালক ও আরোহীকে খুঁজে পাওয়া যায় নাই। তবে তাদের মোটরসাইকেল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’ 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট